ঈমানী কালিমা - মর্ম, ফযীলত, দাবি ও শর্ত
ঈমানী কালিমা, যা ‘কালিমা তায়্যিবা’ নামে পরিচিত, মুসলিম জীবনের কেন্দ্রবিন্দু। এতে দুই অংশ রয়েছে: ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ (আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই) এবং ‘মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ (মুহাম্মাদ (সাঃ) আল্লাহর রাসূল)। এই কালিমা বিশ্বাস ও নিষ্ঠার সাথে উচ্চারণ করা জরুরি, কারণ এটি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে। আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস এবং তাঁর রাসূলের প্রতি আনুগত্যের প্রতীক হিসেবে, এটি মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করে। কালিমা বিশ্বাসী ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভ করে এবং মুক্তির পথ পায়।
মহিমান্বিত শা’বান
হিজরি সনের অষ্টম মাস শা’বান। হাদিস শরীফে এ মাসের বিশেষ ফযীলত ও তাৎপর্য বর্ণিত হয়েছে। এ মাসে মুসলিম উম্মাহর কিছু করণীয়ও রয়েছে। শা’বান মাসের আগের মাস অর্থাৎ হিজরি বর্ষপরিক্রমায় সপ্তম মাস হচ্ছে পবিত্র রজব মাস।

